Home রাজনীতি দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন লুৎফুজ্জামান বাবর

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি।

রোববার বিকেল ৪টা ২২ মিনিটে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বৈঠকটি মূলত সৌজন্যসূচক ছিল। তবে পুলিশে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়, এএসআই নিয়োগ ও পুলিশ বাহিনীতে বিরাজমান অসন্তোষ, বর্তমান সরকারের সময়ে গায়েবি মামলা, জুলাই-আগস্টের ঘটনার দ্রুত নিষ্পত্তি, দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবস্থা, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয়।

লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার প্রশংসিত হয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বিশেষ ক্ষমতাসহ চোরাচালানের অভিযোগে প্রদত্ত মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর।

Exit mobile version