স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৫-এর ব্যালন ডি’অরের মঞ্চে শেষ হাসি হাসলেন উসমান দেম্বেলে। রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়ের পাপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই সম্মানজনক পুরস্কার জিতলেন তিনি।

দেম্বেলের এই জয়ের মাধ্যমে ব্যালন ডি’অর জয়ের সংখ্যায় দেশ হিসেবে আর্জেন্টিনার পাশে নাম লেখালো ফ্রান্স। দুই দেশেরই এখন সমান ৮টি করে ব্যালন ডি’অর রয়েছে। তবে এই সংখ্যায় রয়েছে বিশাল পার্থক্য। ফ্রান্সের ৬ জন ভিন্ন ভিন্ন ফুটবলার মিলে ৮টি ব্যালন ডি’অর জিতলেও, আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি একাই জিতেছেন রেকর্ড ৮টি ব্যালন ডি’অর।

দেশ হিসেবে ব্যালন ডি’অর জয়ের তালিকা :
আর্জেন্টিনা : মোট ৮টি ব্যালন ডি’অর, যার সবগুলোই জিতেছেন লিওনেল মেসি।

ফ্রান্স : মোট ৮টি ব্যালন ডি’অর, যা জিতেছেন ৬ জন ভিন্ন খেলোয়াড়। রাইমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জ্যাঁ পিয়ের পাপিন (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮), করিম বেনজেমা (২০২২) এবং উসমান দেম্বেলে (২০২৫)।

জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল : এই তিনটি দেশ যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে, তাদের সবারই রয়েছে ৭টি করে ব্যালন ডি’অর। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো একাই জিতেছেন পাঁচটি।

ব্রাজিল, ইতালি : এই দুই দেশ যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, তাদের দুই দলেরই রয়েছে ৫টি করে ব্যালন ডি’অর। ব্রাজিলের হয়ে রোনালদো নাজারিও জিতেছেন দুটি ব্যালন ডি’অর।