বিনোদন ডেস্ক : গত বছরের সেপ্টেম্বর নির্মাতা ইফতেখার চৌধুরী, কাহিনিকার আব্দুল্লাহ জহির বাবু ও চিত্রনায়ক শাকিব খান মিলে পরিকল্পনা করেছিলেন ‘লন্ডন লাভ’ নামে একটি সিনেমা নির্মাণের। যার শুটিং হওয়ার কথা লন্ডন ও দুবাইয়ের বিভিন্ন লোকেশনে। কিন্তু করোনাভাইরাসের কারণে তা আর সম্ভব হয়নি। এবার জানা গেল, দেশেই শুরু হচ্ছে ‘লন্ডন লাভ’ সিনেমার কাজ।

নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘লন্ডনে ভিসার জন্য আবেদন করে রেখেছি। এখনো অনুমতি পাইনি। তাই আমরা চাচ্ছি ঢাকা থেকেই ছবির শুটিং করতে। এর জন্য গল্পে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে। আশা করি, নভেম্বরের মাঝামাঝিতে লন্ডনের ভিসা মিলবে। এর মধ্যে যতটুকু পাড়ি কাজ গুছিয়ে রাখতে।’

ইফতেখার আরও বলেন, ‘আগামী ১৬ অক্টোবর শাকিব মালদ্বীপ যাবেন। ২২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। এর দু-তিন দিন পরই আমরা শুটিং শুরু করতে পারবো।’

এদিকে, ‘লন্ডন লাভ’ ছবিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। একটি সূত্র বলছে, এই ছবিতে কলকাতার নায়িকা নুসরাত জাহান ও বাংলাদেশি বিদ্য সিনহা মিম থাকতে পারে। তবে সেটি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন এর নির্মাতা।