অলাইনন ডেস্ক : ধুলার মেঘে ঢাকা পড়ে গেছে গ্রিসের রাজধানী এথেন্স। সাহারা মরুভূমির এই ধুলাতে কমলা বর্ণ ধারণ করেছে প্রাচীন এই শহরটির আকাশ। দেখে মনে হবে হলিউডের সাইন্স ফিকশন সিনেমার কোনো দৃশ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ঝড়ে আফ্রিকা ছেড়ে ইউরোপে চলে গেছে সাহারার ধুলো। আর এতেই কমলা রঙ ধারণ করেছে এথেন্সের আকাশ।

দক্ষিণের দিক থেকে আসা ধুলো ঝড়ে গ্রিসের আকাশ হলুদ ও কমলা রঙয়ে রঙিন হয়ে গেছে। এতে করে দূরের বস্তু দেখতে হচ্ছে সমস্যা। বাড়ছে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ঝুঁকিও। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে দেশটির সরকার।

এর আগে ২০১৮ সালের ২১ ও ২২ মার্চ সাহারা থেকে আসা বালু মেঘ গোটা আকাশকে গ্রাস করেছিল।

গ্রিস কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানিয়েছে, ধুলোর ঘনত্ব সূর্যের আলোকে মাটিতে পৌঁছাতে বাধাগ্রস্ত করছে। এতে দৃশ্যমান হ্রাস পেয়েছে। সূক্ষ্ম ধুলিকণা দূষণের কারণ হতে পারে। এতে স্বাস্থ্য সমস্যায় থাকা ব্যক্তিরা ঝুঁকির মুখে রয়েছেন।