স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ক্যারিয়ার শেষ হতে চলেছে। এর মধ্যেই নতুন মেসি পেতে চলেছে আর্জেন্টিনা। দেশটির ১৯ বছর বয়সী ক্লদিও এচেভেরিকে ডাকা হয় নতুন মেসি নামে।
প্রতিভার ঝলক দেখিয়ে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটিতে চুক্তি করেন বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জেতা এচেভেরি। গত বছরের শীতকালীন দলবদলের মৌসুমে যোগ দেন সিটিজেন শিবিরে। প্রিমিয়ার লিগে অভিষেকও হয় তার।
নতুন মৌসুমের আগে ম্যানসিটির জার্সিতে ক্লাব বিশ্বকাপে গোলও করেন এচেভেরি। তবে সিটিজেন কোচ পেপ গার্দিওলা মনে করছেন, বেড়ে উঠতে তরুণ এই তুর্কির নিয়মিত ম্যাচ খেলা উচিত। যেটা ম্যানসিটিতে থাকলে সম্ভব হবে না। সেজন্য ম্যানসিটি বোর্ড তাকে ধারে পাঠিয়ে দিচ্ছে।
সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে এক মৌসুমের জন্য ধারে যোগ দিচ্ছেন ক্লদিও এচেভেরি। ধারের শর্তে, কেনার কোন শর্ত থাকছে না। যার অর্থ মৌসুম শেষে আবার ইতিহাদ স্টেডিয়ামে ফিরবেন তিনি।
ধারে ম্যানচেস্টার সিটি ছেড়েছেন জ্যাক গ্রেলিস। নটিংহাম ফরেস্টে যোগ দিয়েছেন ম্যাকএকিটি। সাভিনহোর টটেনহ্যামে যোগ দেওয়ার জোর গুঞ্জন আছে। তবে ইংলিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, সাভিনহোকে চলতি মৌসুমে ছাড়বেন না পেপ গার্দিওলা। সাভিনহো চলে গেলে এচেভেরিকে ম্যানসিটিতে রেখে দেওয়ার সম্ভাবনা ছিল। যদিও সাভিনহো গেলে রদ্রিগোকে কেনার কথা ভাবছিল ক্লাবটি।