Home আন্তর্জাতিক নরেন্দ্র মোদির জন্য খিচুড়ি রাঁধলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদির জন্য খিচুড়ি রাঁধলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য খিচুড়ি রান্না করে ভাইরাল হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। শনিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন। খিচুড়ি রান্না করে ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি উদযাপন করেন তিনি।

মরিসন তার ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদির জন্মভূমি গুজরাটের তরকারি রান্না করার ছবি পোস্ট করেন। পর মুহূর্তেই ভাইরাল সেই ছবি।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন বাণিজ্য চুক্তি উদযাপন করতে আজ রাতে তরকারি রান্না করার জন্য যে তরকারিগুলি বেছে নিয়েছি তা সবই আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট প্রদেশের। সেই তালিকায় খিচুড়িও রয়েছে। জেন, মেয়েরা এবং আম্মু সবাই অনুমোদন করেছে।’

প্রথম ছবিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে গ্যানে রান্না করা `খিচড়ি` নিয়ে সেলফি তুলতে দেখা যায়। দ্বিতীয় চিত্রটি ছিল তার তরকারি রাতের জন্য রান্না করা খাবারের একটি স্ন্যাপ৷ সূত্র : এনডিটিভি।

 

Exit mobile version