অনলাইন ডেস্ক : প্রভাবশালী মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস, এর চার সাংবাদিক এবং প্রকাশকনা সংস্থা পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের বিরুদ্ধে মানহানি, ভুয়া তথ্য প্রকাশ এবং সুনাম নষ্ট করার অভিযোগে ১ হাজার ৫০০ কোটি ডলারের মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডার উচ্চ আদালতের (ফেডারেল কোর্ট) ফাইলিংয়ে বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলার অভিযোগপত্রে নিউইয়র্ক টাইমসের কয়েকটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এরমধ্যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য’ শিরোনামে একটি প্রতিবেদনও রয়েছে।

অন্যদিকে ২০২৪ সালে ‘লাকি লুজার: হাউ ডোনাল্ড ট্রাম্প স্কোয়ান্ডারড হিজ ফাদার’স ফরচুন অ্যান্ড ক্রিয়েট দ্য ইলিউশন অব সাকসেস’ শিরোনামের বই প্রকাশের দায়ে পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, নিউইয়র্ক টাইমস ও এর সাংবাদিকরা ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য ছড়ানোর মাধ্যমের ট্রাম্পের ব্যবসা এবং ব্যক্তিগত সুনামের ক্ষতি করেছে, যার ফলে তার ও তার পারিবারিক ব্যবসায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতেও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এদিকে সোমবার রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আজ, আমি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা করার জন্য সম্মানিত বোধ করছি।’

২০২৪ সালের শেষে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিউইয়র্ক টাইমসের সমর্থনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নিউইয়র্ক টাইমসকে অনেক দিন ধরেই অবাধে মিথ্যা বলার, অপবাদ দেওয়ার এবং আমার ওপর অত্যাচার করার অনুমতি দেওয়া হয়েছে, আর এখনই তা বন্ধ হয়ে যাবে!’

নিউইয়র্ক টাইমস বা পেঙ্গুইন র‍্যান্ডম হাউস মামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র: রয়টার্স, সিএনএন