Home বিনোদন নিউ ইয়র্কে জায়েদ খানের ভক্ত দেখে আমি রীতিমতো অবাক : প্রিয়মনি

নিউ ইয়র্কে জায়েদ খানের ভক্ত দেখে আমি রীতিমতো অবাক : প্রিয়মনি

বিনোদন ডেস্ক : ‘আমরা আগে স্টেজে উঠলাম না কেন, এটা নিয়েই দর্শকদের আক্ষেপ ছিল। আমরা মানে জায়েদ ভাই শেষ মুহূর্তে স্টেজে উঠতেই দর্শক তুমুল হর্ষধ্বনি দেয়, চিৎকার করতে থাকে। তারা আমাদের দারুণ পছন্দ করে।’ বলছিলেন চিত্রনায়িকা প্রিয়মনি।

প্রিয়মনি হোয়াটসঅ্যাপে নিউ ইয়র্ক থেকে বলেন, ‘আমাদের আসলে একটি গানের সঙ্গে পারফর্ম করার কথা ছিল। কিন্তু আমাদের মোবাইল সংযোগ হচ্ছিল না। তাই জায়েদ ভাই আর আমি মঞ্চে শুধু পুরস্কার নিতেই উঠি।

কিন্তু দর্শকরা হর্ষধ্বনি শুরু করে। তাই জায়েদ ভাই গান শুরু করেন। দর্শকরা বেশ উপভোগ করেছেন।’

‘দর্শকরা নাকি ভুয়া ভুয়া চিৎকার করছিলেন?’ এ প্রশ্নের জবাবে প্রিয়মনি বলেন, ‘ওরা কিছু অল্প বয়সী দর্শক, প্রত্যেক আর্টিস্ট মঞ্চে ওঠার সময়ই ভুয়া ভুয়া বলে চিৎকার করছিল।

পরে চুপ হয়ে যাচ্ছিল। আমাদের সময় গান সংযোগ করতে না পারায় কেউ কেউ চিৎকার করছিল। কিন্তু পরে জায়েদ ভাই গান গাওয়া শুরু করলে তারা বেশ উপভোগ করে, একই সঙ্গে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে।’

নিউ ইয়র্কের মতো জায়গায় জায়েদ খানের ভক্ত দেখে রীতিমতো ঈর্ষান্বিত প্রিয়মনি। তিনি বলেন, ‘আমি অবাক হয়ে গেছি জায়েদ খানের ভক্ত দেখে, এত ভক্ত তার! তারা অপেক্ষাতেই ছিল, জায়েদ খান কখন মঞ্চে উঠবেন।

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে জায়েদ খান নিউ ইয়র্কে গেছেন। এই অনুষ্ঠানে জেমস, তাহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম প্রমুখও গেছেন।

Exit mobile version