Home কানাডা খবর নিজেদের মাঠে এবার একটিও জয় পেল না এডমন্টন ইলকস

নিজেদের মাঠে এবার একটিও জয় পেল না এডমন্টন ইলকস

অনলাইন ডেস্ক : কানাডিয়ান রাগবি ফুটবল লীগের (সিএফএল) চলতি মৌসুমে নিজেদের হোম গ্রাউন্ড কমনওয়েলথ স্টেডিয়ামে এবার কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি এডমন্টন ইলকস দল। গত ৫ নভেম্বর তারা লীগের শেষ ম্যাচে সাসকাচুয়ান রাফরাইডারের কাছে ১৭-১৯ ব্যবধানে পরাজয় বরণ করে। এর ফলে ক্লাবের ৭২ বছরের ইতিহাসে এই প্রথম দলটি হোম গ্রাউন্ডে জয়হীন থাকলো।

১৯৪৯ সালে এডমন্টন এস্কিমো নামে ক্লাবের যাত্রা শুরু হলেও গত ১ জুন দলের নতুন নামকরণ করা হয় এডমন্টন ইলকস নামে। ১৯৫৮ সালে সিএফএল চালুর পর সর্বোচ্চ ১১ বার শিরোপা জয়ী দলটি এবার তার সমর্থকদের চরম হতাশ করেছে। বিশেষ করে নিজস্ব মাঠ কমনওয়েলথ স্টেডিয়ামে পুরো মৌসুমে জয়হীন থাকাটা ছিল খুবই হতাশার। তবে সাসকাচুয়ান রাফরাইডারের কাছে পরাজয়ের পরও দলের প্রধান কোচ জেইমি এলিজেন্ডো খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, ‘পরাজয়ের কোনো শান্ত্বনা নেই, এটি সব সময়ই বেদনার। তারপরও আমার দলের খেলোয়াড়েরা বিশেষ করে তরুণরা যেভাবে ৪র্থ কোয়ার্টারে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের নিয়ে গর্বিত। আগামী মৌসুমে আমরা অবশ্যই সফল হব।’

এদিকে এই জয়ের ফলে সাসকাচুয়ান রাফরাইডার শিরোপার আরো কাছে চলে এল। এটি ছিল তাদের টানা তৃতীয় জয়। এখন শেষ ম্যাচে নিজেদের মাঠে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে। আগামী ১৩ নভেম্বর রেজিনায় এডমন্ডকে আতিথ্য দেবে সাসকাচুয়ান। সূত্র : দ্য স্টার

Exit mobile version