Home বিনোদন নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনম কাপুর

নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের পূর্ব বান্দ্রার কুরলা কমপ্লেক্সের চতুর্থ তলার বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন বলিউড অভিনেত্রী সোনমের কাপুর। ২০১৫ সালে স্থানীয় একটি কোম্পানির থেকে ৫ হাজার ৫৫৩ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কিনেন তিনি।

নতুন নতুন বছরের শুরুতেই সেই ফ্ল্যাটটি বিক্রির খবর এলো। ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক ওয়েবসাইট স্কয়ারফিট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৩২.৫ কোটি রুপিতে সোনমের থেকে ফ্ল্যাটটি কিনেছেন এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। গত ২৯ ডিসেম্বর এ ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়েছে।

জানা গেছে, সোনম ফ্ল্যাটটি কিনেছিলেন ৩১.৪৮ কোটি রুপিতে।এ বাড়ির নতুন ক্রেতা এই বিল্ডিংয়ে ৪টি গাড়ি পার্ক করার সুবিধা পাবেন। রয়েছে আরও নানা সুবিধা।

এদিকে সোনম এখন অভিনয়ে নেই তেমন। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘একে ভার্সেস একে’। ২০২০ সালে মুক্তি পায় এটি। বছর খানেক বিরতি নিয়ে গত বছর ‘ব্লাইন্ড’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ বছর ছবিটি মুক্তির কথা রয়েছে।

Exit mobile version