অনলাইন ডেস্ক : এমন এক সময়ে যখন মন্ট্রিলে সশস্ত্র সহিংসতা ঠেকাতে সকলের দৃষ্টি সরকারী কর্তৃপক্ষের দিকে তখন কুইবেক লিবারেল পার্টি (পিএলকিউ) এবং কুইবেক সলিডেয়ার (কিউএস) সশস্ত্র সহিংসতার বিষয়টিকে অগ্রাধিকার না দেয়ার জন্য লেগল্ট প্রশাসনের সমালোচনায় লিপ্ত। এমনকি রক্ষণশীল নেতা এরিক ডুহাইম মন্ট্রিলে ৪০০ পুলিশ কর্মকর্তা যোগ করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

যখন কুইবেসার এবং ডেস কুইবেকোইসের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাওয়ার কথা তখন প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগল্টের অনুপস্থিতির তীব্র সমালোচনা করেছেন উদারপন্থী নেতা ডমিনিক অ্যাংলাড।

গত মঙ্গলবার রিউ সেন্ট-ডেনিসের পিজারিয়ার সামনে দিবালোকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। সেখানেই সংবাদ সম্মেলন করেন ডমিনিক অ্যাংলাড। ‘মন্ট্রিলের প্রতি উদাসীনতা শেষ হওয়ার সময় এসেছে। আমাদের এমন একজন প্রিমিয়ার প্রয়োজন যিনি বৃহত্তর মন্ট্রিল এলাকায় বন্দুক সহিংসতার বিষয়টি গুরুত্ব সহকারে নেবেন, অ্যাংলাড তার সংবাদ সম্মেলনের পাশাপাশি প্রকাশিত একটি বিবৃতিতে এসব কথা বলেন।

পুরোপুরি নির্বাচনী মুডে রয়েছেন লিবারেল এ নেতা। তিনি প্রিমিয়ার নির্বাচিত হলে শহরের জন্য আরো প্রতিরোধমূলক ব্যবস্থা ও অতিরিক্ত সংস্থান প্রতিশ্রতি দিয়েছেন যাতে আরও বেশি পুলিশ অফিসার নিয়োগ করা যায় এবং তাদের পুলিশ বাহিনীকে আরও সহায়তা দেয়া যায়।
কুইবেক সলিডেয়ার (কিউএস) প্রতিশ্রুতি দিয়েছে যে, যদি তারা পরবর্তী সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে হ্যান্ডগান নিষিদ্ধ করার জন্য ফেডারেল সরকারের উপর পূর্ণ চাপ প্রয়োগ করবে। রক্ষণশীল নেতা এরিক ডুহাইম ঐসব রাজনৈতিক শক্তির নিন্দা করেছেন যারা বছরের পর বছর ধরে পুলিশে অর্থায়ন বন্ধ এবং নিরস্ত্রীকরণের পক্ষে কাজ করেছে।
কনজারভেটিভ নেতার মতে এটাও জরুরি যে, কুইবেক ফেডারেল সরকারের সাথে আরও বেশি সহযোগিতা করবে, বিশেষ করে অবৈধ অস্ত্র পাচার সংক্রান্ত অপরাধের জন্য আরও কঠোর এবং অস্বস্তিকর শাস্তি আরোপ করার ক্ষেত্রে। সূত্র : রেডিও কানাডা