অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের সাথে বিএনপি একমত নয়।
“পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিলো গণভোট ও নির্বাচন একই দিনে হবে দুটি ব্যালটের মাধ্যমে। এটি দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়কে সামনে আনার সুযোগ নেই। এ বিষয়ে আলোচনার কোনও সুযোগ নেই,” দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠকের পর এ সংবাদ সম্মেলনে চৌধুরী বলছিলেন, “নির্বাচনের দিন দুটো ব্যালটে গণভোট হবে আর প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটা প্রথম দিন থেকেই বিএনপির অবস্থান। এখনও সেই অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। আগামী দিনেও পরিবর্তন হবে না”।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্য দিয়েই সবকিছু সমাধান হতে হবে এবং ঐকমত্যের বাইরে গিয়ে কোনও সিদ্ধান্তের সুযোগ নেই। “যেহেতু বিএনপি এখানে (নির্বাচনের আগে গণভোট) ঐকমত্য পোষণ করে না তাই সেদিকে যাওয়ার সুযোগ নেই,” বলছিলেন তিনি।
