অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে জঙ্গিদের সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনা স্মরণে ১৮ বছর পরও দিনটিতে আলোচনা সভা করছে।

ষড়যন্ত্রকারীরা অস্ত্র শাণিত করার পাশাপাশি আগুন নিয়ে হামলা করতে বৈঠক করছে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, সরকারের উন্নয়ন ব্যরথ করতে ষড়যন্ত্র চলছে। জঙ্গিদের শেকড় এদেশ থেকে উৎখাত করা হবে বলেও জানান। তারা বলেন, একুশে আগস্টের ঘটনা, সিরিজ বোমা হামলায় সব হামলার সাথে বিএনপি জামায়াত জড়িত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জেএমবিকে দিয়ে সিরিজ বোমা হামলা করিয়েছিল তারেক রহমান। বিএনপি এখনো সন্ত্রাসের রাজনীতি করছে। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে শেখ হাসিনা চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।