অনলাইন ডেস্ক : পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা ব্যারিস্টার গহর আলী খান নেতা-কর্মীদের রিটার্নিং অফিস ঘেরাওয়ের নির্দেশ দিয়েছেন। নির্বাচনের ফলাফল দিতে দেরি হওয়ার কারণে তিনি আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) অফিস ঘেরাওয়ের নির্দেশ দেন। খবর ডন

গহর আলী খান বলেন, আমরা আমাদের নেতা ইমরান খানের নির্দেশে আপনাদের কাছে সেই সব আসনের তালিকা দিব। যেখানে ফলাফল প্রকাশে দেরি হচ্ছে এবং আমাদের ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেয়া হচ্ছে। আমরা সেই সব আসনের স্থানীয় রিটানিং অফিস রোববার ঘেরাও করব।

গহর আলী খান আরও বলেন, অফিস ঘেরাও করার ক্ষেত্রে কোনো সহিংসতা করা যাবে না। আইন মেনেই আমাদের এ কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তান ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ফল ঘোষণা করতে পারেনি দেশটির নির্বাচন কমিশন। তবে ২৫৩ আসের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ইমরান খানের দল পিটিআই’র সমর্থক স্বতন্ত্র প্রার্থিরা ৯২ আসনে জয় পেয়ে প্রথম অবস্থানে আছে। ৭১ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং ৫৪ আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান পিপল পার্টি (পিপিপি)। এছাড়া জমিয়ত উলামায়ে ইসলাম (এফ) ৩টি আসনে জয় পেয়েছে এবং অন্যান্য দল পেয়েছে ৩৩ আসন।