Home আন্তর্জাতিক নেতানিয়াহুকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি জর্ডান

নেতানিয়াহুকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি জর্ডান

অনলাইন ডেস্ক : পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার (১১ মার্চ) সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, জর্ডানের আকাশপথ ব্যবহার করে আমিরাত যাওয়ার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর। কিন্তু নেতানিয়াহুকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি আরব দেশটি। ফলে বাধ্য হয়ে সফর স্থগিত করতে হয়েছে।

এর আগে বুধবার ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার (১১ মার্চ) আমিরাত সফরে যাবেন নেতানিয়াহু। সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হেমলকের সঙ্গে সাক্ষাৎ করবেন। অবশ্য ইসরায়েলি শীর্ষ নেতার এ সফরের কথা অস্বীকার করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম কান তাদের খবরে জানায়, জর্ডানের পক্ষ থেকে আকাশপথ ব্যবহারের অনুমতি না দেয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফ্লাইট বাতিল করতে হয়েছে। তাছাড়া অন্য রুটে গেলে বাড়তি আরও আড়াই ঘণ্টা সময় লাগতো। তাই আপাতত সফর স্থগিত করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি জেরুজালেমের আল-আকসা মসজিদে যেতে চেয়েছিলেন জর্ডানের যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহ। কিন্তু সুরক্ষা ব্যবস্থা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়ায় ইসরায়েল সরকার ভ্রমণের অনুমতি দেয়নি। সেই প্রেক্ষিতে আম্মানের পক্ষ থেকে এমন পদক্ষেপ এলো।

গত বছরের সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরবর্তীতে সুদান এবং মরক্কো তাদের পথ অনুসরণ করে। ওই চুক্তির পর এটাই ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রথম আমিরাত সফর ছিল।

Exit mobile version