অনলাইন ডেস্ক : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাট-বল্টু খুলে ফেলার ঘটনায় পদ্মা সেতুর উত্তর পাশের থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে। বায়েজিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার বাড়ি পটুয়াখালীতে। তাকে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে সোমবার বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পদ্মার সেতুর রেলিংয়ের নাট-বল্টু হাত দিয়েই খুলে ফেলেন একজন তরুণ। লোহার রেলিংটি কংক্রিটের রেলিংয়ের সঙ্গে আটকানো ছিল ওই নাট দুটি দিয়ে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। পরে ওই তরুণকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।