অনলাইন ডেস্ক : কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে সম্প্রতি আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। পাকিস্তানের বিমান বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

যার মধ্যে রয়েছে তিনটি অত্যাধুনিক রাফাল ফাইটার জেটও। আর এতেই ধস নেমেছে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা দাসোর শেয়ারে। মূলত পাকিস্তানের হামলায় ভারতীয় বিমান বাহিনী রাফাল ফাইটার জেট হারানোর পর দাসোর শেয়ারদর ৩ শতাংশেরও বেশি কমে গেছে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।

সংবাদমাধ্যমটি বলছে, ফ্রান্সের রাফাল ফাইটার জেট প্রস্তুতকারক কোম্পানি দাসো অ্যাভিয়েশনের শেয়ারদর হুড়মুড়িয়ে পড়েছে। মূলত আকাশযুদ্ধে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের সাম্প্রতিক দাবির পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পাকিস্তান জানিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার সময় তারা একাধিক ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল ফাইটার জেটও রয়েছে। এ খবরে গত দুই দিনে দাসোর শেয়ারদর ৩.৩ শতাংশ কমেছে।

টিআরটি গ্লোবাল বলছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরাসি এই জায়ান্ট কোম্পানির শেয়ারদর ৩৭৩.৮ মার্কিন ডলার থেকে ৩৬২.০৫ মার্কিন ডলারে নেমে আসে।

পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, ভারত মঙ্গলবার রাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে হামলা করার পর পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। এর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট রয়েছে বলেও তারা জানায়।

তবে ভারত এখনও পাকিস্তানের এই দাবির বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফ্রান্সের এক শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে— পাকিস্তান অন্তত একটি রাফাল ফাইটার জেট ভূপাতিত করেছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে এই সংঘাতে আরও কয়েকটি রাফাল বিমান ভূপাতিত হয়েছে কিনা তা জানার জন্য ফরাসি কর্তৃপক্ষও তদন্ত করছে।

সিএনএন বলছে, ঘটনা সত্যি হলে এই প্রথম কোনও রাফাল ফাইটার জেট সরাসরি যুদ্ধে ধ্বংস হলো। অন্যদিকে, পাকিস্তানের ব্যবহৃত চীনা যুদ্ধবিমান জে-১০সি এবং জেএফ-১৭ তৈরি করা চেঙদু এয়ারক্রাফট করপোরেশনের শেয়ার ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।

উল্লেখ্য, ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল হলো ভারতীয় বিমানবাহিনীর সম্ভারে থাকা সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধবিমান। রাফাল যুদ্ধবিমান বর্তমানে ভারতসহ ছয়টি দেশের কাছে রয়েছে। এগুলো হচ্ছে—ফ্রান্স, মিসর, ক্রোয়েশিয়া, গ্রিস ও কাতার।