স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে ফেভারিট দল ছিল বেশ কয়েকটি। রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামির মতো দলগুলোকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালের আগে সেই তকমা ভালোভাবে নিজেদের করে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে শিরোপার মঞ্চে ফরাসি ক্লাবটিকে বিধ্বস্ত করে চাম্পিয়ন চেলসি।
রোববার (১৩ জুলাই) রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। সবগুলো গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ইংলিশ তারকা মিডফিল্ডার কোল পালমারের জোড়া গোলের পর শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার জোয়াও পেদ্রো।
এ নিয়ে ২০২২ সালের পর পুনরায় ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো চেলসি। তবে ব্লুজরা নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এর কৃতিত্ব নিশ্চয়ই বেশি। অন্য দিকে গত প্রায় এক যুগ চ্যাম্পিয়নস লিগ জয়ী দলই ক্লাব বিশ্বকাপ জিতে নিয়ে গেছে। সেই ধারা ভাঙলো স্টামফোর্ডের দলটি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই পিএসজয়ীকে চেপে ধরে চেলসি। যার ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্লুজদের। ২২ মিনিটে গোলকিপার সানচেজের লম্বা পাসে গুস্তোর কাছ থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে চেলসিকে লিড এনে দেন কোল পালমার।
এই গোলের রেস কাটতে না কাটতেই ছয় মিনিট পর পালমার চেলসির ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের ডানপাশ থেকে বল টেনে বাঁপায়ের শটে বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি। বিরতির আগে আরেকটি গোল দেয় চেলসি। পালমারের পাসে ব্রাজিলিয়ান তরুণ পেদ্রো পিএসজি গোলকিপার দোনারুম্মার মাথার ওপর দিয়ে জালে বল পাঠান।
২৩ মিনিটের লম্বা বিরতি শেষে মাঠে ফিরে গোল শোধে মরিয়া ছিল পিএসজি। কিন্তু চেলসি কিপার রবার্ত সানচেজ বীরত্ব দেখান। ৫২ মিনিটে ছোট বক্সের সামনে থেকে উসমান দেম্বেলের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া ভিতিনহার শটও ডাইভ দিয়ে রুখে দেন সানচেজ।
নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে প্যারিসের ক্লাবটি ১০ জনের দলে পরিণত হয়। পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেস চেলসির ডিফেন্ডার কুকুরেল্লার চুল টেনে ধরার পর রেফারি হলুদ কার্ড দেখান। তবে ভিডিও অ্যাসিস্টান্ট রেফারির (ভিএআর) রিভিউয়ে সেই সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখতে হয়েছে তাকে।
বাকি সময়ে আর কেউ কিছু করতে পারেনি। শেষ বাঁশি বাজার পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেও একটু পর অবশ্য বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠে গোটা চেলসি শিবির। এদিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে শিরোপা লড়াই উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।