অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক পিৎজা কর্মী মিথ্যা বলায় পুরো দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। ওই কর্মীর শরীরে করোনা সংক্রমণ ছিল। কিন্তু তিনি বিষয়টি লুকিয়ে মিথ্যা বলেছিলেন।

এর ফলে ৬ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্যের প্রশাসন। দক্ষিণ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ বলেছে, করোনায় আক্রান্ত হওয়ার তথ্য স্বাস্থ্য কর্মকর্তাদের না দিয়ে ওই পিৎজা কর্মী একাধিক শিফটে তার শপে কাজ করেছেন। একজন কাস্টমারের সঙ্গেও তার দেখা হয়।

এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার স্টেট প্রিমিয়ার স্টিভেন মার্শাল বলেন, ‘এক ব্যক্তির কর্মকাণ্ডে আমরা একেবারেই ক্ষুব্ধ। এখন কী পরিণতি ঘটে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করব।’
তবে দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার গ্র্যান্ট স্টিভেন্স জানান, ওই পিৎজা কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ, ‘মিথ্যা বলার দায়ে কোনো জরিমানা ছিল না।’

‘ পিৎজা কর্মীর সংস্পর্শে আসা ব্যক্তিরা তার ঘনিষ্ঠ হতে পারে, যার ফলে তিনি সত্য লুকিয়েছিলেন। আমাদের এখন তাদের খুঁজে বের করতে হবে’।’

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার মানুষ। এর মধ্যে মারা গেছেন ৯০০ জন।

সূত্র: বিবিসি