অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্প্রতি ‘কিলার’ বা খুনি বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য অগ্রহণযোগ্য বলে এর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। শুক্রবার তিনি বলেন, একজন প্রেসিডেন্ট হিসেবে এ ধরণের অবস্থান গ্রহণযোগ্য নয়। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
বুধবার প্রচারিত একটি টেলিভিশন সাক্ষাৎকারে এরদোগান এ কথা বলেন। বাইডেনকে প্রশ্ন করা হয় যে, পুতিনকে খুনি মনে করেন কিনা তিনি? উত্তরে বাইডেন ‘আই ডু’ বলে সম্মতি জানান। এরপরই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা গেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলায় গিয়ে ঠেকেছে। পুতিনও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন বাইডেনের এমন মন্তব্যের।
আঙ্কারাও পুতিনের পক্ষ নিয়েছে। ন্যাটো সদস্য হলেও এরদোগানের রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা দেখা যায়। এরদোগানের নানা অগণতান্ত্রিক আচরণ নিয়ে এর আগে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পর এখনো তিনি এরদোগানের সঙ্গে কথা বলেননি।






