Home আন্তর্জাতিক পুতিন রাজনীতিক নন, একজন গ্যাংস্টার: নাভালনির স্ত্রী

পুতিন রাজনীতিক নন, একজন গ্যাংস্টার: নাভালনির স্ত্রী

অনলাইন ডেস্ক : রাশিয়ার বিরোধীদলীয় প্রয়াত নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া জার্মানির বার্লিনের রুশ দূতাবাসে ভোট দিয়েছেন।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টের একটি লেখায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘গ্যাংস্টার’ বলে সম্বোধন করেছেন তিনি।

ওয়াশিংটন পোস্টের একটি অপ-এডে তিনি রুশদের উদ্দেশে লিখেন,’আমি আপনাকে শেষ পর্যন্ত স্বাধীন রাশিয়ার কণ্ঠস্বর শুনতে এবং তার বিরুদ্ধে নীতিগত অবস্থান নিয়ে মিথ্যা নির্বাচনের ফলাফল এবং পুতিনকে রাশিয়ার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ার জন্য অনুরোধ করছি। ‘

তিনি আরও লিখেন, ‘বর্তমানে পশ্চিমের অনেকে এখনও তাকে (পুতিনকে) বৈধ রাজনৈতিক নেতা হিসেবে দেখে এবং তার কর্মে রাজনৈতিক যুক্তি খোঁজে। এটি একটি বড় ভুল। আর এই ভুল নতুন ভুলের জন্ম দিচ্ছে। পুতিনকে তার বিরোধীদের বারবার প্রতারিত করতে সহায়তা করছে। ‘

নাভালনায়া তার লেখায় আরও উল্লেখ করেন, বিশ্বকে অবশ্যই ‘অবশেষে বুঝতে হবে যে পুতিন এমন নন যা তিনি দেখাতে চান। তিনি একজন দখলদার, একজন অত্যাচারী, একজন যুদ্ধাপরাধী – এবং একজন খুনি। ‘

তথ্যসূত্র: বিবিসি।

Exit mobile version