Home জাতীয় পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি, প্রতিটির দাম ৮৬ লাখ টাকা

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি, প্রতিটির দাম ৮৬ লাখ টাকা

অনলাইন ডেস্ক : পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ (জিপ) কিনছে সরকার। রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে উন্মুক্ত দরপদ্ধতিতে অর্থাৎ সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা হচ্ছে এসব গাড়ি।

জানা গেছে, প্রতিটি গাড়ির দাম পড়বে ৮৬ লাখ টাকা। সব মিলিয়ে এসব গাড়ি কিনতে মোট ব্যয় হবে ১৭২ কোটি টাকা।

বুধবার (৪ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–বিষয়ক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পরে এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘পুলিশের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলো কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছি।’

ঢাকার কাছাকাছি কোথাও পুলিশের জন্য হাউজিং কমপ্লেক্স নির্মাণের চিন্তাও করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

এর আগে গত ২৯ এপ্রিল সরাসরি ক্রয়পদ্ধতিতে গাড়িগুলো কেনার প্রস্তাব অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয়।

জননিরাপত্তা বিভাগ ওই সময় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিকে জানায়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সংঘটিত গণ-অভ্যুত্থান ও এর জেরে উদ্ভূত ঘটনায় ৪৬০টি থানার পাশাপাশি পুলিশের বিভিন্ন স্থাপনায়ও অগ্নিসংযোগ করা হয়। এ কারণে পুলিশের বিপুলসংখ্যক যানবাহন পুড়ে যায়। সে জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গাড়ি কেনা দরকার।

Exit mobile version