Home জাতীয় পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা, থাকছে না ইভিএম: ইসি

পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা, থাকছে না ইভিএম: ইসি

অনলাইন ডেস্ক : পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা না রাখা এবং নতুন দল নিবন্ধনের আবেদনে প্রাথমিক যাচাই-বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির অস্টম সভা অনুষ্ঠিত হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অংশ নেন ৪ কমিশনার, সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা।

গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জনসহ আইনি সংস্কারের মতো একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন হবে প্রবাসী ভোটারেরা।

নির্বাচন কমিশনার ব্রি. জে. আবু ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সে সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট হবে আইটি সার্পোটেড।’

জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম এর ব্যবহার থাকছে না বলেও জানান তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না।’

প্রতীক বরাদ্দের বিষয়ে কমিশনার জানান, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে তালিকায় রাখেনি নির্বাচন কমিশন।

এ নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে আবেদন করে। এটা তারা করতে পারে যেহেতু আরপিওতে দেওয়া আছে। আর ২২ জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে শাপলা তালিকা ভুক্ত করেনি।’

এছাড়াও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক যাচাই-বাছাই শেষ হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version