অনলাইন ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুবধারীর গুলিতে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও সেলুনের কাছে এ গুলির ঘটনা। ঘটনাস্থলটি গা দ্যুলেস্ট স্টেশন থেকে খুব দূরে নয়।

হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।

কী কারণে এই হামলা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আটক বন্দুকধারী ফরাসী নাগরিক, দুটি হত্যাচেষ্টার ঘটনার জন্য তিনি পুলিশের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
প্যারিস কর্তৃপক্ষের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি প্যারিসের রু দনজিয়া এলাকা থেকে ৭ থেকে ৮ বার গুলি করার শব্দ শুনতে পেয়েছিলেন। এর পরপরই স্থানীয়রা খুবই ভীত হয়ে পড়ে এবং দিগ্বিদিক ছুটতে থাকেন।