অনলাইন ডেস্ক : আগামী ১৪ই জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৭টায় টরন্টোর ৯ ডজ রোডের রয়েল কানাডিয়ান লিজিয়ন এর মিলনায়তনে অন্যমেলা এবং ডিসিআই কানাডার আয়োজনে প্রজ্ঞা লাবনী ও শহীদ খোন্দকার টুকুর উপস্থাপনায় আবৃত্তি-সঙ্গীত সন্ধ্যা ‘তৃতীয়া তিথি’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, টরন্টোর প্রিয়মুখ সঙ্গীত শিল্পী শহীদ খোন্দকার টুকু ও বাংলাদেশের আবৃত্তি জগতের পরিচিত মুখ প্রজ্ঞা লাবনী’র বন্ধুত্ব সেই শৈশব থেকে, তাঁরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে পাশাপাশি বড় হয়েছেন। তাঁদের ছোটবেলার সেই বন্ধুত্বটা সময়ের পরিক্রমায় হয়েছে আরো পরিণত, পরিমিত এবং গভীর। তাঁদের এই বন্ধুত্বকে আরো সমৃদ্ধ করেছে তাঁদের দুজনের কথা আর সুরের বন্ধন।

সেই বন্ধন থেকেই তাঁরা কয়েক বছর আগে শুরু করেন আবৃত্তি আর গান দিয়ে গাঁথা প্রথম অনুষ্ঠান ‘এমনো যামিনী মধুর চাঁদিনী’, যা অনুষ্ঠিত হয় ইয়রকুড লাইব্রেরীর থিয়েটার হলে। অনুষ্ঠানটির সাফল্য দুজনকে উদ্বেলিত করে, তারপর প্রতি বছর না হলেও অন্ততঃ দুই এক বছর পর পর একটা অনুষ্ঠান মঞ্চায়ন করার পরিকল্পনা নেন তাঁরা। তাঁদের দ্বিতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কোভিড অতিমারীর ঠিক আগে। বিসি এর ফান্ড রেইজিং ইভেন্ট হিসেবে ‘সাতকাহন’ মঞ্চস্থ হয় বাংলাদেশ সেন্টারে। অনুষ্ঠানটিতে প্রচুর দর্শকের সমাগম হয়।
কোভিড অতিমারীর পর প্রজ্ঞা লাবনী ও শহীদ খোন্দকার টুকু আবার একসাথে তৃতীয় বারের মত কবিতা ও গান নিয়ে আসছেন আগামী ১৪ই জানুয়ারি, শনিবারে। এবারের এই আয়োজন উত্সর্গ করা হয়েছে ডিসট্রেশ চিলড্রেন ইন্টারন্যাশনাল (DCI) এর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। আয়োজকদের পক্ষে থেকে সবার প্রতি আহবান করা হয়েছে ‘তৃতীয়া তিথি’ উপভোগ করার সাথে সাথে পৃথিবীর অসহায় ও বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবার জন্য। ‘তৃতীয়া তিথি’ অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করবেন জাহিদ হোসাইন। তবলায় থাকবেন রনি পালমার ও সাউন্ড কন্ট্রোলে আনিস রানা। জ্যাকলিন রোজারিও’র সঞ্চালনায় এই সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য পরিবেশন করবেন অরুণা হায়দার ও তাঁর দল। অনুষ্ঠানের মধ্য বিরতিতে শ্রোতাদের জন্য নাস্তার ব্যবস্থা থাকবে।

আগ্রহীরা টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন : হিরু: ৬৪৭-৮২৮-৬৮৯৪, সাজেদুন নাহার : ৬৪৭-৪৭০-২৬২২, রোকেয়া সুলতানা : ৬৪৭-৭৮৭-৩০৫০, আফতাব : ৪১৬-৮১৭-১০৯৬, ইকবাল: ৬৪৭-৭০৩-৮৯৯৬ এবং ডিসিআই ও অন্যমেলা’য়।