অনলাইন ডেস্ক : কানাডার প্রধান সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল আর্ট ম্যাক ডোনাল্ডের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগের বিষয়ে কোন সত্যতা পায়নি পুলিশ। দীর্ঘ ৬ মাস তদন্ত শেষে গত শুক্রবার পুলিশ তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। এর ফলে গত ফেব্রæয়ারিতে চাকুরীতে থেকে সাময়িক বরখাস্ত ম্যাক ডোনাল্ডের তার পদে ফিরে আসার পথ সুগম হলো।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডমিরাল ম্যাডোনাল্ডের বিরুদ্ধে অভিযোগের তদন্তকালে তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন এবং তার সহকর্মী ও অভিযোগকারিনীর সাথে কথা বলেছেন। দীর্ঘ ৬ মাস ধরে তারা বিষয়টি নিয়ে কাজ করেছেন। কিন্তু তারা অভিযোগের কোন সত্যতা পাননি। তাই তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হল। তদন্ত দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সিমন ট্রুডো গত শুক্রবার বলেন, চিফ অব ডিফেন্স স্টাফের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। বিপুল সংখ্যক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। কিন্তু অভিযোগের পক্ষে চার্জশিট দেয়ার মতো কোন তথ্য প্রমাণ পাওয়া যায় নি।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে অ্যাডমিরাল আর্ট ম্যাকডোনাল্ড বলেন, আমি এমনটাই আশা করছিলাম। কাজেই এতে আমি খুব একটা অবাক হইনি। অবশ্য মাঝের সময়টা আমি খুব স্বস্তিতে ছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ক্রমাগত ঘুশি মেরে ধরাশায়ী করতে চাইছে।
প্রসঙ্গত, প্রতিরক্ষা প্রধান আর্ট ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে তার অধস্থন এক নারী কর্মী যৌন হয়রানীর অভিযোগ আনেন। অভিযোগে বলা হয় ২০১০ সালে ম্যাকডোনাল্ড ওই নারী সহকর্মীকে যৌন হেনস্থা করেছিলেন। সূত্র : ন্যাশনাল পোস্ট