বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কানের লাল গালিচায় পা রেখে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট দেখিয়ে দিলেন তাঁর স্টাইল এবং সৌন্দর্যের সঙ্গে রয়েছে নিখুঁত আত্মসংযম ও উপস্থিত বুদ্ধিও। আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার প্রতিনিধিত্ব করে ফ্রান্সের প্রেস্টিজিয়াস কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন তিনি। কিন্তু উৎসবের শেষ দিনে হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা, আলিয়ার গলায় থাকা বহু মূল্যের হীরের চোকার আচমকাই ভেঙে যায়।
ঘটনার সময় আলিয়া লাল গালিচায় আলোকচিত্রী ও ভক্তদের উদ্দেশে হাত নাড়ছিলেন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন, কখনও আবার অটোগ্রাফ দিচ্ছিলেন দর্শকদের। সেই মুহূর্তেই তাঁর গলার দামি হীরের হার ভেঙে যায়।
প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও দ্রুত তা টের পান অভিনেত্রী। হারটি যাতে পড়ে না যায়, সেই আশঙ্কায় সঙ্গে সঙ্গে গলায় হাত দিয়ে সেটি চেপে ধরেন আলিয়া। বিষয়টি এতটাই স্বাভাবিকভাবে সামাল দেন যে উপস্থিত অনেকেই ভেবেছিলেন এটি ক্যামেরার সামনে একটি ভঙ্গিমা মাত্র। পরে কাছ থেকে দেখা যায়, হারের একটি অংশ আলগা হয়ে গলায় ঝুলে আছে।
এই ঘটনার পর নেটমাধ্যমে আলিয়ার উপস্থিত বুদ্ধির প্রশংসায় ভরে যায় সামাজিক প্ল্যাটফর্ম। কেউ বলেন, ‘আলিয়ার মতো ঠান্ডা মাথায় এমন পরিস্থিতি সামলানো সত্যিই প্রশংসনীয়।’ আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন গয়না প্রস্তুতকারক সংস্থার প্রতি, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁদের তৈরি গয়নার ভাঙনকে ‘দায়িত্বজ্ঞানহীনতা’ বলে মন্তব্য করেন অনেকে।
শেষ দিনে আলিয়া পরেছিলেন একটি আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারী সংস্থার তৈরি বেইজ রঙের, পাথর বসানো জাল বোনা শাড়ি, যা বিশেষভাবে এই উপলক্ষে ডিজাইন করা হয়েছিল। শাড়ির সঙ্গে মানানসই হীরের গয়না তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে, যদিও সেই গয়নাই তৈরি করল রেড কার্পেটে চমকপ্রদ মুহূর্ত।