Home আন্তর্জাতিক প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে কমলা

প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে কমলা

অনলাইন ডেস্ক : মার্কিন ইতিহাসে প্রথমবার প্রেসিডেন্টের ভূমিকা পালন করলেন কোনও ভারতীয় বংশোদ্ভুত। ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। আর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সামলালেন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস। যদিও তা সাময়িকভাবে। আজ প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব সামলান কমলা হ্যারিস। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও মহিলা প্রেসিডেন্টের দায়িত্ব সামলালেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টা ১০ মিনিট নাগাদ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তখন থেকে ১১ টা ৩৫ মিনিট পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হ্যারিস।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর রুটিন স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন। এর মধ্যে ছিল কোলনস্কোপিও। আর এই কোলনস্কোপির জন্য প্রেসিডেন্ট বাইডেনকে অজ্ঞান করা হয়েছিল বলে জানানো হয়েছে হোয়াইট হাউজের তরফে। আর এই সময়ে পদাধিকার বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সামলান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মার্কিন ইতিহাসে জো বাইডেন সবথেকে বেশি বয়সি প্রেসিডেন্ট। আগামিকালই ৭৯ তে পা দেবেন তিনি। আর ঠিক তার আগেই আজ ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে গিয়েছেন তিনি বছরের রুটিন চেক আপের জন্য।

জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটাই প্রথমবারের জন্য রুটিন চেক আপ করালেন জো বাইডেন। শারীরিক পরীক্ষার সময় বাইডেনের কোলনস্কোপিও করা হয়। সেই সময় তাঁকে অজ্ঞান করা হয়। অতীতের রীতি অনুযায়ী, এই সময় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন বাইডেনের ডেপুটি কমলা হ্যারিস। এই সময়ে আমেরিকার সশস্ত্র বাহিনী এবং পারমানবিক শক্তির নিয়ন্ত্রণও ছিল কমলা হ্যারিসের হাতে।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি একটি বিবৃতিতে জানান, ২০০২ এবং ২০০৭ সালে একইভাবে চিকিৎসার কারণে ছুটি নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সেই সময়ও সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে। সূত্র : সিএনবিসি

 

Exit mobile version