অনলাইন ডেস্ক : চলতি বছর শেষেও কানাডায় যবের মজুদে প্রবৃদ্ধি বজায় থাকতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে কানাডায় যবের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ২০ লাখ ৩৫ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৬৯ শতাংশ বেশি। খবর এগ্রিমানি।
কানাডা বিশ্বের চতুর্থ শীর্ষ যব উৎপাদনকারী দেশ। ইউএসডিএর তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে কৃষিপণ্যটির সমাপনী মজুদের পরিমাণ ছিল ১৭ লাখ ৯০ হাজার টন, যা আগের বছরের তুলনায় রেকর্ড ১০৪ শতাংশ বেশি।
এর মধ্য দিয়ে কানাডায় যবের মুজদে টানা দুই বছরের মন্দা ভাব কেটেছিল। সেই হিসাবে চলতি বছর শেষে দেশটিতে যবের মজুদ আগের বছরের তুলনায় ২ লাখ ৪৫ হাজার টন বাড়তে পারে।