বিনোদন ডেস্ক : নাগ অশ্বিনের আগামী ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার জানা গেল, বিগ বাজেটের এই ছবিতে থাকছেন বিগ বি অমিতাভ বচ্চনও। ৯ অক্টোবর প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তি মুভিজের তরফ থেকে জানানো হয়েছে এই সংবাদটি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বলিউড শাহেনশাহ।
ছবিটির নির্মাতা নাগ অশ্বিন বলেন, ‘নিজেকে ভাগ্যবান ও আশীর্বাদধন্য মনে করছি যে, বচ্চন স্যার আমাদের এই ছবিকে বেছে নিয়েছেন। আমি যতদূর জানি, উনার কাছে আরও অনেক ছবির প্রস্তাব ছিল। কিন্তু তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। পূর্ণদৈর্ঘ্যের এই চরিত্রটি আশা করছি তার অসামান্য প্রতিভার কদর করতে পারবে।’
কল্পভিত্তিক এ ছবিটির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা। দীপিকা এর জন্য ২২ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) পারিশ্রমিক নেবেন। আর শোনা যাচ্ছে, প্রভাস নাকি বাংলাদেশের মুদ্রায় ৫৬ কোটি টাকা নিচ্ছেন।
অন্যদিকে এই সিনেমার মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন দীপিকা। ইনস্টাগ্রামে সেকথা জানিয়ে দীপিকাও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।