অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৃহস্পতিবার যুক্তরাজ্য সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। ‘অটুট বন্ধন’ নিশ্চিতে এ সময় ট্রাম্প-স্টারমার প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষর করেন। বৈঠকে দুই দেশ কীভাবে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগের দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়েছিলেন ট্রাম্প। যোগ দিয়েছিলেন রাজকীয় ভোজসভায়। বৃহস্পতিবার যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের ২০৫ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ প্যাকেজ উন্মোচনের মধ্য দিয়ে ট্রাম্প ও স্টারমার আলোচনা শুরু করেন। প্রযুক্তি, জ্বালানি এবং জীবন-বিজ্ঞান সম্পর্কিত এই চুক্তিগুলো দুই দেশের মধ্যে তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ নবায়নের ইঙ্গিত দেয়। এছাড়া বৃহস্পতিবার চেকার্সে যুক্তরাজ্য ও মার্কিন বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী স্টারমার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।
বিবিসি জানায়, গত জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই সম্পর্ক টিকিয়ে রাখতে স্টারমার কঠোর পরিশ্রম করে আসছেন। স্টারমার মূলত দুই দেশের মধ্যে হওয়া চুক্তিগুলো সামনে আনতে চান। এর মধ্যে রয়েছে একটি নতুন প্রযুক্তি চুক্তি, যেখানে মাইক্রোসফট থেকে শুরু করে এনভিডিয়া, গুগল ও ওপেনএআই–এসব কোম্পানি আগামী কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও বেসামরিক পারমাণবিক জ্বালানি খাতে ৩১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাজ্যের এক কর্মকর্তার মন্তব্য থেকে বোঝা যায়, স্টারমার ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরও কমানোর আশা ছেড়ে দিয়েছেন। তবে তিনি বলতে পারবেন, ব্রিটেন এখন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে, যা তার আর্থিক পরিষেবা, প্রযুক্তি এবং জ্বালানি খাতের সঙ্গে যুক্ত।