অনলাইন ডেস্ক : স্ক্যারবরো সাউথওয়েস্ট-এর বর্তমান এমপিপি বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম আবারও প্রাদেশিক নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য অন্টারিও’র প্রাদেশিক নির্বাচনে তিনি নিজ দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র প্রতিনিধিত্ব করবেন। উল্লেখ্য, কানাডার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করা ডলি বেগম হচ্ছেন বাংলাদেশে জন্ম নেয়া প্রথম ব্যক্তি যিনি কানাডার প্রাদেশিক পরিষদে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি এবারও তাঁর আসন স্ক্যারবরো সাউথওয়েস্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
টরন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রিয় মুখ ডলি বেগম অতি স¤প্রতি তাঁর প্রথম নির্বাচনী সভায় তাঁর নির্বাচিত সময়ের বিভিন্ন কাজের বর্ণনা দেন। সেই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, স্ক্যারবরো সাউথওয়েস্ট এর জনগণের প্রতি গত প্রাদেশিক নির্বাচনে তাঁকে নির্বাচিত করার জন্য। তিনি তাঁর বক্তব্যে বলেন, তিনি তাঁর সাধ্যমত সব সময় মানুষের পাশে থেকেছেন এবং প্রাদেশিক পরিষদে জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সাথে উপস্থাপন করেছেন। উল্লেখ্য, গত চার বছরে বিরোধী দলে থেকেও ডলি বেগম বিভিন্ন সময়ে সাফল্যের সাথে নিজের বিল পাশ করিয়ে নিয়ে আসার জন্য রাজনৈতিক অঙ্গনে এবং মূল ধারার সংবাদ মাধ্যমে প্রশংসিত হয়েছেন। তাঁর সাফল্যের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, ‘আন্তরিকতা আর দৃঢ়তা থাকলে বিরোধী দলে থেকেও মানুষের জন্য কাজ করা যায়। আর এই সাফল্যের সমান অংশীদার হচ্ছেন সাধারণ জনগণ, যারা নিজেদের শত চ্যালেঞ্জ মাথায় নিয়েও আমার পাশে দাঁড়িয়ে আমাকে শক্তি যুগিয়েছেন।’ তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও তাঁর আসনের মানুষ সব সময় তাঁর পাশে থাকবেন এবং তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতা করবেন।
ডলি বেগমের প্রথম নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন স্কারবোরো সাউথওয়েস্ট এনডিপি’র প্রাক্তন প্রেসিডেন্ট ড্যান ডানিয়েলসন, তরুণ নারী উদ্যোক্তা মেহনাজ ভূলাত, বিশিষ্ট ফিলিপিনো-কানাডিয়ান কলামিস্ট এবং কমিউনিটি লিডার টনি সেনহুয়ান, পার্শ্ববর্তী আসন বিচেস-ইস্ট ইয়র্ক এর এমপিপি রিমা বার্নস-ম্যাকগাউন এবং স্কারবোরো সাউথওয়েস্ট এনডিপি’র প্রেসিডেন্ট ব্যারিস্টার রিজওয়ান রহমান।