বিনোদন ডেস্ক : বাস্তব জীবনে তিনি সন্তানের মা এবং পর্দায়ও একাধিক বার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। কখনো ছিলেন প্রেমিকা, কখনো স্ত্রী এমনকি মায়ের চরিত্রেও দেখা গেছে লাস্যময়ী এই নায়িকাকে। এবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এক নতুন রূপে হাজির হতে চলেছেন। তিনি পর্দায় ‘ঠাকুর মা’ অর্থাৎ দাদির চরিত্রে অভিনয় করবেন।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম হৈচৈ সম্প্রতি ঘোষণা করেছে, চলতি মাসেই তাদের নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হতে যাচ্ছে, যা পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। সিরিজের পটভূমি বাংলার একটি বনেদি পরিবার, যেখানে একটি বিয়েকে কেন্দ্র করে ধীরে ধীরে এক রহস্য জমে ওঠে। পরিবারের ঠাকুর মা হিসেবে শ্রাবন্তী সেই রহস্যের জট খুলতে উদ্যোগী হন।

ঘোষণা পর্বে উল্লেখ করা হয়েছে যে, ঠাকুমা ও নাতনির দুরন্ত জুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। তবে নাতনির চরিত্রে কে অভিনয় করবেন, সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ইন্ডাস্ট্রি সূত্রে জানানো হচ্ছে, নাতনির চরিত্রে অভিনয়ের জন্য প্রভাবশালী অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের নাম শোনা যাচ্ছে। দিব্যাণী ছোট পর্দার পরিচিত মুখ, এবং ‘ফুলকি’ ধারাবাহিক শেষ করার পর তিনি সৃজিত মুখোপাধ্যায়ের একটি সিনেমায় কাজ করেছেন।

টলিপাড়ায় আলোচনায় রয়েছে শ্রাবন্তী ও দিব্যাণীর মুখের মিল, যা তাদের দাদি-নাতনির রসায়নকে আরো বিশ্বাসযোগ্য করে তুলবে। নতুন চরিত্র নিয়ে শ্রাবন্তী মন্তব্য করেছেন, “নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হতে যাচ্ছি। এবার ঠাকুমার চরিত্রে। গ্র্যান্ডচাইল্ডের সঙ্গে রহস্য সমাধান করব।”