Home কানাডা খবর মন্ট্রিয়লে ফরাসী মালিকানাধীন ইউবিসফট কর্মীদের জিম্মি

মন্ট্রিয়লে ফরাসী মালিকানাধীন ইউবিসফট কর্মীদের জিম্মি

অনলাইন ডেস্ক : কানাডার মনট্রিলে অবস্থিত ফরাসী মালিকানাধীন ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট কার্যালয়ে দুর্বৃত্তরা বেশ কিছু কর্মীকে জিম্মি করে রেখেছে। স্থানীয় বিপুলসংখ্যক পুলিশ ওই কার্যালয় ঘিরে রেখেছে।

কানাডার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যে অনেক কর্মী ভবনের ছাদ থেকে অন্যত্র সরে গেছে। ওই প্রতিষ্ঠানে চার হাজার কর্মী থাকলেও করোনা পরিস্থিতিতে বেশিরভাগই বাসায় থেকে কাজ করছেন।

এ মুহূর্তে কতজন কর্মী জিম্মি আছেন তা জানা যায়নি।

স্থানীয় পুলিশ টুইটারে তাদের অবস্থান নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউবিসফট বিশ্বজুড়ে অনেকগুলো জনপ্রিয় ভিডিও গেম নির্মাণ করেছে। মনিট্রিলে তাদের প্রধান কার্যালয় অবস্থিত।

একটি সূত্র জানিয়েছে, দুর্বৃত্তরা অর্থ দাবি করেছে।

Exit mobile version