স্পোর্টস ডেস্ক : ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা একাদশও ঘোষণা করা হয়। তবে এ তালিকায় লিওনেল মেসি প্রত্যাশিতভাবে থাকলেও জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের। এমনকি ফিফা সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্তিনেজও একাদশে নেই।

গতকাল সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। যেখান একাদশে ৪ ফরোয়ার্ডের সঙ্গে তিনজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার রয়েছে।

ফিফা বর্ষেসরা একাদশ
থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল), জোয়াও কানসেলো (পর্তুগাল/বায়ার্ন মিউনিখ), আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি), কেভিন ডে ব্রুইনে (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), কাসেমিরো (ব্রাজিল/ম্যানচেস্টার ইউনাইটেড), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি), করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)।