বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত বুধবার (২৭ আগস্ট)। তবে উৎসবের জৌলুসের মাঝেই ফিলিস্তিন প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন বিশ্বের শতাধিক চলচ্চিত্রকর্মী। তারা একটি খোলা চিঠি পাঠিয়ে গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা ও জাতিগত নিধন আখ্যা দিয়ে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষকে।

‘ভেনিস ফর প্যালেস্টাইন’ শীর্ষক এই উদ্যোগে উৎসব শুরুর আগেই আবেদনপত্র পাঠানো হয় ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল সংস্থা বিনালে দি ভেনেজিয়া এবং এর দুটি শাখা ভেনিস ডেজ ও ইন্টারন্যাশনাল ক্রিটিকস’ উইক-এর কাছে। স্বাক্ষরকারীরা দাবি করেছেন, উৎসব যেন শুধু “শূন্য প্রদর্শনী”তে সীমাবদ্ধ না থেকে বরং সংলাপ, অংশগ্রহণ ও প্রতিরোধের মঞ্চ হয়ে উঠে ফিলিস্তিনিদের বাস্তবতা তুলে ধরে।

চিঠিতে তারা বলেন, আমাদের উদাসীনতার ধারা ভাঙতে হবে। মানবতা ছাড়া কোনো সিনেমা নেই। সাহস নিয়ে, সততা নিয়ে বলতেই হবে ফ্রি প্যালেস্টাইন। চিঠিতে স্বাক্ষর করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু শিল্পী ও নির্মাতা। তাদের মধ্যে রয়েছেন—

ফিলিস্তিনি পরিচালক আরাব নাসের ও তারজান নাসের যারা সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।

শিল্পীদের খোলা চিঠির পর ভেনিস উৎসব কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানায়। তারা জানায় ভেনিস সবসময়ই সংলাপ ও গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার প্ল্যাটফর্ম হয়ে এসেছে। প্রমাণ হিসেবে এ বছর প্রতিযোগিতা বিভাগে থাকা তিউনিসিয়ার পরিচালক কাওথের বেন হানিয়ার চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’-এর কথা উল্লেখ করা হয়, যা গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের এক শিশুর গল্পে নির্মিত। উল্লেখ্য, ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ২৭ আগস্ট এবং চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

সূত্র: এমএসএন