
বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজ বিশ্লেষক শীপা হাফিজা বেসরকারি পিস বিল্ডিং সংস্থা ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। গত ২৪ জানুয়ারি, মঙ্গলবার ঢাকায় সংগঠনের নির্বাহী কমিটির এক বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে শীপা হাফিজাকে নতুন সভাপতি হিসেবে স্বাগত জানানো হয়। এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে গবেষণা ও এডভোকেসি বিভাগের পরিচালক ডক্টর মাকসুদা সুলতানা এবং ট্রেজারার মো. আলী শীপা হাফিজাকে ফুল দিয়ে বরণ করে নেন। ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শীপা হাফিজা দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় নারীর অধিকার, দারিদ্র্য নির্মূল, লৈঙ্গিক ন্যায়বিচার, শান্তি, অভিবাসীদের অধিকার ও বাল্যবিবাহ বন্ধে কাজ করে আসছেন। এসব বিষয়ে দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে তার লেখা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক, কেয়ার এ কর্মসূচি উন্নয়ন, সাংগঠনিক ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে প্রায় ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কারও পেয়েছেন।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশন প্রায় এক যুগ ধরে শৈল্পিক অ্যাকটিভিজম, সৃজনশীল যোগাযোগ এবং উন্নতমানের গবেষণার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য কাজ করে আসছে।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভায় উপস্থিত সদস্যরা প্রত্যাশা করেন, শীপা হাফিজার নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং বাংলাদেশের সমাজে শান্তির পরিবেশ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের মত একটি সংগঠনে শীপা হাফিজাকে সভাপতি মনোনীত করায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি জানান, সংগঠনটির ঈপ্সিত লক্ষ্য পূরণ করার জন্য তিনি নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।