Home আন্তর্জাতিক ফুটবল খেলা দেখতে গিয়ে হুড়োহুড়ি, প্রাণ গেল ৬ জনের

ফুটবল খেলা দেখতে গিয়ে হুড়োহুড়ি, প্রাণ গেল ৬ জনের

অনলাইন ডেস্ক : ক্যামেরুনে ফুটবল খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ফুটবল অনুরাগীরা রাজধানী ইয়াউন্ডের কাছাকাছি ওই স্টেডিয়ামে প্রবেশের জন্য হুড়োহুড়ি শুরু করেন।এ সময় ওই হতাহতের ঘটনা ঘটে।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাতে এপি নিউজ জানিয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন শিশু পদদলিত হয়ে জ্ঞান হারিয়েছে।

নেশন্স কাপের ম্যাচ আয়োজন করা ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। তবে করোনার কারণে ধারণক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে এ ঘটনা সত্ত্বেও ক্যামেরুন ও কমোরসের মধ্যকার খেলাটি চলেছে, যেখানে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে বিজয়ী হয়েছে।

Exit mobile version