অনলাইন ডেস্ক : নিয়ম মাফিক কাজ করার দাবিতে আন্দোলনরত অটোয়ার সীমান্তরক্ষীরা গত শুক্রবার ফেডারেল সরকারের সাথে একটি সাময়িক পরীক্ষামূলক চুক্তিতে উপনীত হয়েছে। বিভিন্ন পক্ষের মধ্যে টানা ৩৬ ঘন্টা আলোচনার পর তারা ওই চুক্তি সম্পন্ন করেছে। করোনা মহামারির জন্য সীমান্তে বলবত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার কয়েক দিন আগে এই চুক্তির ফলে আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে অচলাবস্থার অবসান হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন সীমান্ত বন্ধ থাকায় বহু মার্কিন নাগরিক প্রথম সুযোগেই কানাডায় প্রবেশের জন্য অধীর হয়ে আছেন। এদের বেশির ভাগই ব্যবসায়ী। এছাড়া কানাডার অনেক স্থায়ী বাসিন্দা করোনার সময় সীমান্তের ওপারে গিয়ে বিধি-নিষেধের বেড়াজালে আটকা পড়েছেন। তারাও যত দ্রæত সম্ভব দেশে ফিরতে চান। এমন পরিস্থিতিতে অটোয়া বর্ডার গার্ডের শ্রমিকেরা ‘নিয়ম মাফিক কাজ করা’র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এসব শ্রমিক কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির সদস্য হওয়ায় তাদের দাবি-দাওয়ার বিষয়টি ফেডারেল সরকারের সাথে সম্পর্কিত। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষ অনেক আলোচনা করলেও সমাধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত শুক্রবার ফেডারেল সরকার এবং কানাডার কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন ইউনিয়নের পাবলিক সার্ভিস এলায়েন্সের সাথে বর্ডারগার্ডস, অটোয়ার ওই সাময়িক চুক্তি সম্পন্ন হয়। এর ফলে ইউনিয়নের প্রায় ৯০০০ সদস্য শুক্রবার রাত থেকে কাজে যোগদান করেছে।
পাবলিক সার্ভিস এলায়েন্স অব কানাডার সভাপতি ক্রিস এইলওয়ার্ড এক বিবৃতিতে বলেন, কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) ও সরকারের মধ্যে আমাদের কর্মীদের বিষয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত হওয়ায় আপাতত শ্রম বিরোধের অবসান হলো। এই মুহূত্বে বিষয়টি খুবই স্বস্তিদায়ক। সীমান্তে শত শত মানুষ ও যানরাহন অপেক্ষায় আছে। এই চুক্তির ফলে তাদের দুর্ভোগ লাঘব হবে। তিনি বলেন, এই চুক্তির ফলে সীমান্তে কর্মরত শ্রমিকেরা বাড়তি পরিশ্রম থেকে মুক্তি পাবে, রাতের কাজের জন্য বাড়তি বোনাস পাবে এবং প্রত্যেক বিমানবন্দর ও সীমান্ত চৌকিতে ‘নিয়ম মাফিক কাজ’ করার সুযোগ পাবে।
কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন ইউনিয়নের সভাপতি মার্ক ওয়েবার বলেন, দীর্ঘ আলোচনার পর আমরা দীর্ঘ দিনের একটা সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়েছি। এই চুক্তির ফলে আমাদের শ্রমিকেরা লাভবান হবে। চার বছর মেয়াদী এই চুক্তিতে শ্রমিকদের বিভিন্ন দাবির সাথে মজুরি প্রতিবছর ২% বৃদ্ধির বিষয়ে ফেডারেল সরকার রাজি হয়েছে। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস