অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ফ্রান্সের বিখ্যাত সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দখলে নিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে ফরাসি পুলিশ। খবর রয়টার্সের।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ৭০ জনের মতো ইসরায়েলিবিরোধী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে শুক্রবার ক্যাম্পাসে প্রবেশ করে তাদের বেশিরভাগকে বের করে দিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটলেও ফরাসি বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। শিক্ষার্থীদের ভবন থেকে বের করে আনার সময় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন তিনি।

তবে শুক্রবার দিনভর বিশ্ববিদ্যালয়টি বন্ধ ছিল। প্রধান ভবনের চারপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার সারা দেশের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বিদেশে বিভিন্ন তাঁবু খাটিয়ে আন্দালন হলেও আমাদের এখানে তেমনটা দেখা যায়নি।

গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ এবং দেশটির সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্নের দাবিতে ফরাসি ছাত্র বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠে সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়। এখান থেকেই ফ্রান্সে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে তা যুক্তরাষ্ট্রের তুলনায় আকারে ছোট।

গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয় উত্তাল। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এর জেরে ক্লাস-পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাকতেও বিন্দুমাত্র পিছপা হননি তারা। এমনকি পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে, গ্রেপ্তার করেছে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে।

তবে এতকিছু করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন। উল্টো তা দিনকে দিন ইসরায়েলের প্রধান মিত্র দেশটির আরও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন আমেরিকা, ইউরোপ ছাড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে।