Home কানাডা খবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে কানাডায় বিজয় দিবস উদযাপন

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে কানাডায় বিজয় দিবস উদযাপন

টরন্টো: বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’র উদ্যোগে ক্যানবাংলা স্টুডিওতে দর্শক উপস্থিতিতে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’র সভাপতি ড. মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাপর্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বাকসু ভিপি মোঃ ফাইজুল করিম, সাবেক বাকসু সদস্য কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা, ড. নুরুন নাহার খানম শিরিন ও অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। বক্তারা ৫০ বছরে বাংলাদেশের অর্জন, বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যে সমৃদ্ধির পথে দ্রুত অগ্রসর হচ্ছে তাঁরও ভূঁয়সী প্রশংসা করেন। আলোচনা পর্বটি সঞ্চালন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’র সাংস্কৃতিক সম্পাদক অনুপ সেনগুপ্ত। দ্বিতীয় পর্বে দর্শক মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশের নন্দিত সংগীত শিল্পী তানভির আলম সজিব ও তবলায় রাজিব। একটানা দু’ঘন্টায় দেশের গান, ভূপেন হাজারিকা, নচিকেতা, মান্না দে, নজরুলের গান গেয়ে দর্শকদের হৃদয় ছুয়ে গেছেন।

আপ্যায়ন পর্বে ডিনার সরবরাহ করে মদিনা গ্রীল রেষ্টুরেন্ট, টরোন্টোতে একটি বাংলাদেশী ব্রান্ড।

Exit mobile version