টরন্টো : “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ রাজনীতির মহাকাব্য”-এর আলোকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা পর্বে অংশ নিয়ে ফাউন্ডেশনের সভাপতি ড. মোঃ হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে স্পষ্ট করে স্বাধীনতার ঘোষণা করলেন এবং লাখ লাখ জনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণে উজ্জীবিত হলেন। নিরস্ত্র বাঙালির উপর ২৫শে মার্চ পাক হানাদার বাহিনীর আক্রমণ রুখে দিতে মুক্তিকামী মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের অন্যতম ভাষণের স্বীকৃতি পেয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক হেরিটেজ সংস্থা থেকে যা বাঙালি হিসাবে আমাদের সবাইকে সম্মানিত করেছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সূচনা বক্তব্যে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন সম্মানিত নির্বাহী সদস্য ড. এম এ তোহা। উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ১ ফরিদ আহমেদ, সহ-সভাপতি ২ সনত বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাসুদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মোল্লা, অর্থ সম্পাদক শামিম আহসান, আইটি সম্পাদক আশিক রহমান, নির্বাহী সদস্য মৃণাল কান্তি তালুকদার (সরোজ) ও হীরা রেহমান।