অনলাইন ডেস্ক : করোনা মহামারিতে ধাক্কা খাওয়া আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক সরবারহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও দৃঢ় করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করলেন। এ কারণে তিনি রোম জি-২০ সম্মেলনে আলোচনার জন্য বিভিন্ন দেশে প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন।
বাইডেন রবিরার মেক্সিকো, মধ্য আমেরিকা এবং এশিয়ার বন্দরগুলিকে সাহায্য করার জন্য নতুন তহবিল বরাদ্দ করেছেন। তার দাবি, বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য সরবহার ব্যবস্থা ব্যাপক হারে ভেঙে পড়েছে, যা খুব দ্রুত সংস্কার প্রয়োজন। তিনি বলেন, পণ্য সরবারহ ব্যবস্থা বাজে ভাবে ভেঙে না পড়লে সেটির দিকে নজর পড়ে না। এই ব্যবস্থা শুধুমাত্র একটি দেশের সমস্যা নয়, এই সমস্যা সমাধানে প্রতিটি দেশের সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
করোনার কারণে সম্মিলিত ভাবে ১৫ ট্রিলিয়ন ডলার ব্যয় করা সত্ত্বেও বিশ্বের বড় বড় অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। জাহাজ ডকগুলোর খারাপ অবস্থা, শিপিং কন্টেইনারের দাম বেড়েছে, বন্দর থেকে পণ্য আনার জন্য পর্যাপ্ত ট্রাক নেই এবং ভাইরাসের প্রাদুর্ভাব কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে।
বাইডেন আরও বলেন, ‘এরকম পরিস্থিতিতে আমি যুক্তরাষ্ট্রের অংশীদারদের সাহায্য করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করছি। বন্দরের যানজট কাটানোর জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। প্রক্রিয়াকরণের সময় কমিয়ে দেওয়া হচ্ছে, যাতে জাহাজগুলি আমাদের বন্দরগুলোতে দ্রুত প্রবেশ করতে পারে।






