অনলাইন ডেস্ক : করোনা মহামারির কারনে সীমান্তে যাতায়াত কমে যাওয়া সত্তে¡ও বর্ডার এজেন্টদের বিরুদ্ধে যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ বেড়েছে। দ্য কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য মতে ২০২০ সালে এ ধরণের ২১৫ টি অভিযোগ এসেছে। আগের বছর অর্থাত ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৭১ টি। করোনা সংক্রমণ ঠেকাতে সীমান্তে চলাচলে বিধি নিষেধের পরও এ ধরনের অভিযোগ বেড়ে যাওয়ায় অনেকে বিষ্ময় প্রকাশ করেছেন। ২০১৯সালে যেখানে ৯৪ মিলিয়ন লোক সীমান্তে যাতায়াত করেছিলেণ সেখানে গত বছর মাত্র ২৫ মিলিয়ন লোক কানাডায় প্রবেশ এবং কানাডা থেকে বের হওয়ার জন্য স্থল সীমান্ত ব্যবহার করেছে।
সিবিএসএ মুখপাত্র রেবেকা পুরডি বলেণ, সীমান্ত যাত্রীদের অভিযোগ তদন্ত করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। স¤প্রতি ২০০ অভিযোগ তদন্ত শেষে ১৭০ সীমান্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৮ জন কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে একজন অফিসার যাত্রীর ডকুমেন্টস নষ্ট করে ফেলেছিলেন বলে অভিযোগ আসে। পরে ওই অভিযোগ প্রমাণ হলে তাকে চাকরিচ্যুত করা হয়। সূত্র : রেডিও কানাডা