বিনোদন ডেস্ক : ২০০৪ সালে ‘মার্ডার’ ছবিটি দিয়ে বলিউডে সাড়া ফেললেও প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি মল্লিকা শেরাওয়াত। বেশ কয়েক বছর ধরে বলিউডে আর আলোচনায় নেই ৪৫ বছর বয়সী এ অভিনেত্রী। বলিউডে প্রতিষ্ঠা না পাওয়ার পেছনে কাস্টিং কাউচকেই দায়ী করেছেন মল্লিকা। অভিযোগ এনেছেন বলিউডের প্রথম সারির অভিনেতাদের বিরুদ্ধে। মল্লিকাকে সম্প্রতি ‘আরকে/ আরকে’ ছবিতে দেখা গিয়েছে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, ‘‘প্রথম সারির নায়কেরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। কারণ তাদের কুপ্রস্তাবে আমি কখনও রাজি হইনি। যেসব নায়িকাদের তারা শাসন করতে পারতেন, তাদের ঘনিষ্ঠ হতে রাজি করাতে পারতেন, তারাই ছবিতে সুযোগ পেতেন। আমি এই দলে ছিলাম না। তাই ভাল কাজও পেতাম না।’’
মল্লিকা শেরাওয়াত বলেন, ‘‘মুম্বাই ইন্ডাস্ট্রিতে সমঝোতা মানে নায়কের সঙ্গে বসা, শোওয়া- সব কিছুই বোঝায়। যদি প্রথম সারির ছবিতে কাজ করতে চাও, নায়ক যদি বলে রাত ৩টায় তার বাড়িতে আসতে হবে, নায়িকাকে সে সব করতেই হবে। না হলে সেই ছবি থেকে তুমি বাদ।’’