অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মূল ফোকাস দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে দেখতে চায় অন্তর্বতী সরকার।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসনে চট্টগ্রাম বন্দর বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা চান, চট্টগ্রাম বন্দর হবে দক্ষিণ এশিয়ার প্রধান বন্দর। বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলের বিভিন্ন দেশের ৪০ কোটি মানুষকে যাতে চট্টগ্রাম বন্দর সার্ভ করতে পারে সে কারণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগ টানতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বিশ্বের স্বনামধন্য পোর্ট অপারেটর নিয়োগের বিষয়ে সেপ্টেম্বরে চুক্তি হবে। প্রেস সচিব আরেও বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে নানা অপপ্রচার ও মিথ্যা তথ্য ছাড়ানো হচ্ছে। দেশের স্বার্থহানী করে এ সরকার এমন কিছু করবে না।
একই অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চেৌধুরী বলেন, আগামী তিন থেকে ৫ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসবে। প্রোডাকশনের বেশিরভাগই হবে চট্টগ্রাম জেলা ও বিভাগ ঘিরে তাই আমদানি-রফতানিতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতেই হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যতো বেশি বাড়বে বিদেশি বিনিয়োগ তত বেশি আসবে।
এ সময় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন বিডা চেয়ারম্যান। মতবিনিময় সভায় চট্টগ্রামের ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন তারা।