এই বৎসর বাংলাদেশে দুর্গা পূজায় কুমিল্লায় বিভ্রান্তিমুলক তথ্যের জন্য প্রতিমা ভাঙচুর করা হয়। তারই সূত্র ধরে নোয়াখালী ইসকন মন্দিরে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
নোয়াখালী ইসকন মন্দিরে ৫০০ শত উগ্র মৌলবাদী শক্তি একত্রিত হয়ে হামলা চালায়। বিগ্রহ ভাঙচুর করে, বিভিন্ন দেবদেবীর মূর্তি ভাঙচুর করে। যানবাহনসহ মূল্যবান সম্পদ জ্বালিয়ে দেয়। দান বাক্সের অর্থ এবং মূল্যবান অলংকার তারা লুট করে নেয়। উগ্র সা¤প্রদায়িক শক্তি ৩ জন ভক্তকে হত্যা করে। কয়েক জন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা হলো মন্দির কর্তৃপক্ষ স্থানীয় পুলিশের কাছে সাহায্য চেয়েও কোন সাহায্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুরসহ সারাদেশে প্রতিমা ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, অগ্নিসংযোগ করে, মানুষকে মারাত্মক আহত করে।
সংবাদে প্রকাশ প্রত্যেকটি ঘটনার জন্য প্রশাসন ও পুলিশ দায়ী ছিল। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতিই এই সমস্ত হামলার পুনরাবৃত্তি ঘটছে। উগ্র সা¤প্রদায়িক শক্তি আসকারা পাচ্ছে বলেই বার বার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে।
আমরা বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স, টরেন্টো প্রয়াত আত্মার শান্তি কামনা করছি। আহত চিকিৎসাধীন ব্যক্তির সুচিকিৎসা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের জন্য ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি। উক্ত ঘটনার সাথে যুক্ত উগ্র সা¤প্রদায়িক মৌলবাদীদেরকে খুঁজে বের করে সুষ্ঠু বিচার ত্বরিত গতিতে সম্পন্নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।