অনলাইন ডেস্ক : কানাডার পার্লামেন্টে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতা ও নির্যাতনের অভিযোগ উত্থাপন করেছেন দেশটির কনজারভেটিভ পার্টির এমপি মেলিসা ল্যান্টসম্যান। পরিস্থিতিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ উল্লেখ করে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কানাডা সরকারের স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমপি ল্যান্টসম্যান বলেন, যুবনেতা শরীফ ওসমান হাদি নিহত হওয়ার পর বাংলাদেশে চরমপন্থী অস্থিরতার মধ্যে সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্য করে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনা বাড়ছে।
তিনি অভিযোগ করেন, ভারতপন্থী হিসেবে বিবেচিত কিছু সম্প্রদায়ের ওপর উগ্র জনতা চরমপন্থী স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে।
মেলিসা ল্যান্টসম্যান আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি সংখ্যালঘুদের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বাংলাদেশ ধর্মীয় সহিংসতার অন্যতম কঠিন সময় পার করছে বলেও মন্তব্য করেন তিনি।
এমপি ল্যান্টসম্যানের মতে, এ ধরনের পরিস্থিতিতে কানাডা নীরব থাকতে পারে না। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে কানাডার সুস্পষ্ট অবস্থান জরুরি।
এদিকে ভারতের পক্ষ থেকেও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।






