Home কানাডা খবর “বাংলাদেশ কাপ ক্রিকেট টুর্নামেন্টে-২০২২” এর সফল সম্পাদন : টরেন্টো চ্যাম্পিয়ন – বয়েজ...

“বাংলাদেশ কাপ ক্রিকেট টুর্নামেন্টে-২০২২” এর সফল সম্পাদন : টরেন্টো চ্যাম্পিয়ন – বয়েজ অব বিয়ানীবাজার

অনলাইন ডেস্ক : কানাডার টরেন্টোতে “বাংলাদেশ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২”-এর এবারের চ্যাম্পিয়ন “বয়েজ অব বিয়ানীবাজার”। গত ৩ জুলাই রবিবার মহা আয়োজনের “বাংলাদেশ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২” সম্পন্ন হয় স্কারবোরা কভেন্ট্রি মাঠে। মোট ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বয়েজ অব বিয়ানীবাজার।

চ্যাম্পিয়নশীপ অর্জনের পথে ইউআরএসসি এবং ফ্লেমি বয়েসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বয়েজ অব বিয়ানীবাজার। কোয়ার্টার ফাইনালে হারায় টরেন্টো ফেলকনকে। সেমিফাইনালে পরাজিত করে-চিটাগাং ভাইকিংসকে। এবং স্বপ্নের ফাইনালে “বেঙ্গল স্ট্রাইকার” কে পরাস্থ করে চ্যাম্পিয়ন হয় কানাডার বুকে গড়ে উঠা একখন্ড বিয়ানীবাজারের স্পিরিট অব ইয়ুথ-“বয়েজ অব বিয়ানীবাজার।” জাকারিয়া চৌধুরীর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত টরেন্টোর সবচাইতে বড় এবং আকর্ষণীয় এই টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বাঙালিদের গর্ব এমপিপি ডলি বেগম। তিনি বলেন, “আমার সমর্থন সবসময়ই আমাদের কমিউনিটির সাথে ছিলো আছে-থাকবে, ইনশাআল্লাহ।” বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রিজওয়ান রহমান, কমিউনিটি নেতা দুলু চৌধুরী এবং আব্দুল মুমিত। বিশেষ অতিথির বক্তব্যে দিলু চৌধুরী বলেন, “এইটা আমাদের দল। প্রাউড অব বিয়ানী বাজারী।”
আব্দুল মুমিত বলেন “ইউ গাইজ আর এম্বাসেডর অব বিয়ানীবাজার।”

ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বয়েজ অব বিয়ানীবাজারের পল্লব এবং সেরা বোলার সাইদুর রহমান সায়েম। ক্যাপ্টেন মনসুর নিজ দলের সকল প্লেয়ার এবং শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের স্বপ্ন সফল হয়েছে, এই চ্যাম্পিয়ন ট্রপি শুধুই একটি শিরোপা নয়; এটি কানাডার বুকে বিয়ানীবাজারের প্রতিনিধিত্ব করার গৌরব”।
আরাফাত বকসি সুমনের নেতৃত্বে টরেন্টোর বাংলা টাউন খ্যাত ডানফোর্থে, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আনন্দ মিছিল দিয়ে শেষ হয় চ্যাম্পিয়নশীপ হওয়ার আনন্দ উদযাপন। বয়েজ অব বিয়ানীবাজারের হয়ে খেলেন-মনসুর, সাকিব, রাকিব, শাওন, কানন, সায়েম, পল্লব, ফাইসাল, নিজাম, রানা, আলী, উবেদ, তালহা এবং মাহিন শাহরিয়ার।

Exit mobile version