বাংলাদেশ রাইটার্স ক্লাব কর্তৃক ঘোষিত ৩১ ডিসেম্বর ‘আন্তর্জাতিক লেখক দিবস’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা গত ৩১ ডিসেম্বর ২০২২ ‘একবিংশ আন্তর্জাতিক লেখক দিবস’ পালন করার জন্য ভার্চুয়ালি এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কানাডা ও আমেরিকার বিভিন্ন শহরের লেখকগন অংশগ্রহণ করে শুভেচ্ছা বক্তব্য ও স্বরচিত কবিতা এবং ছড়া পাঠ করেন।

অনুষ্ঠানে কানাডার টরন্টো থেকে লেখক ও গবেষক হাসান মাহমুদ, লেখক ড. মোজাম্মেল খান, সর্বজন কবি মৌ মধুবন্তী, তাসরিনা শিখা, আলী আজগর খোকন, মোজ্জেম খান মনসুর, নয়ন হাফিজ, হোসনে আরা জেমী, ড. আবদুল হাই সুমন ও মোস্তফা আকন্দ।
ক্যালগেরি থেকে বায়াজিদ গালিব, এডমন্টন থেকে শেখ জলিল, অটোয়া থেকে রুমা বসু ও বকুল ভৌমিক। আমেরিকার নিউইয়র্ক থেকে বাংলাদেশ রাইটার্স ক্লাব আমেরিকা’র সচিব খালেদ শরফুদ্দিন, ড. ধনঞ্জয় সাহা, বেনজির সিকদার ও অস্টিন থেকে বিমল সরকার।
এছাড়া কানাডার লেখক অস্ট্রেলিয়া থেকে সুলতানা শিরিন সাজি ও বাংলাদেশ থেকে তওহিদা হানাফি মাহমুদ।

এ অনুষ্ঠানে বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্বার কবি মুহম্মদ নূরুল হুদা কর্তৃক অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা’র নিম্নোক্ত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।
সভাপতি- মৌ মধুবন্তী, সহসভাপতি- মোয়াজ্জেম খান মনসুর ও সুলতানা শিরিন সাজি (অটোয়া), সচিব- আলী আজগর খোকন, সহকারী সচিব- সদেরা সুজন (মন্ট্রিয়াল) ও হোসনে আরা জেমী, কোষাধ্যক্ষ- নয়ন হাফিজ,দপ্তর সম্পাদক- ঋতুশ্রী ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- বিদ্যুত সরকার, সাংস্কৃতিক সম্পাদক- জামিল বিন খলিল, নির্বাহী সদস্য- শহীদ খন্দকার টুকু, তাসরিনা শিখা,জালাল কবির,তওহিদা হানফি মাহমুদ, সাবিনা শারমিন, ড. আবদুল হাই সুমন, বায়াজিদ গালিব (ক্যালগেরি), শাহানা আক্তার মহুয়া (ভ্যানক্যুভার), শেখ জলিল (এডমন্টন), ভিকারুন নিসা কলি ( সাস্কাচুয়ান) ও দ্রাবিড়া আঞ্জুমান হুদা (কিলোনা)।

উপদেষ্টা পরিষদে রছেন কবি আসাদ চৌধুরী, লেখক ও গবেষক হাসান মাহমুদ, লেখক ডক্টর মোজাম্মেল খান, লেখক তাজুল মুহম্মদ, চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, ঔপন্যাসিক সালমা বানী, দিনু বিল্লাহ, ভজন সরকার, স্বপন বিশ্বাস ও রঞ্জনা ব্যানার্জি। সংবাদ বিজ্ঞপ্তি
আলী আজগর খোকন
সচিব
বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা।